আমি বাংলাদেশি বাঙ্গালী, আমি গর্বিত এক সন্তান।
আমরা দেখেছি ভাসানী, বঙ্গবন্ধু শেখ মুজিব কিংবা মেজর জিয়াকে।
তোমরা দেখছো, জামালপুরের ডিসি,
ফেনীর সিরাজউদ্দৌলা, ওসি মোয়াজ্জেমকে।
তোমাদের জন্য আমরা রেখে গেলাম, ওসি প্রদীপ বাবু,
বড়গুনার মিন্নি কিংবা মোস্তাক তিশাকে।


আমরা পড়েছি সুফিয়া কামাল,
রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ্ কিংবা এস এম সুলতানকে।
আমরা পড়েছি, মাইকেল মধুসূদন,
কাজী নজরুল কিংবা রবিন্দ্র নাথকে।
তোমাদের পড়তে হয়, দেখতে হয়, দেশখ্যাত টেন্ডার কিং জি কে শামীম
কিংবা ক্যাসিনোর সম্রাট খালেদকে।
তোমারা দেখছো, তোমরা শিখছো, এমপি শামসুল,
সানাই মাহবুব কিংবা হিরো আলমকে।


অথচ আমরা ব্যার্থ, অসফল কিংবা পড়ে থাকা নিথর জড়পর্দাথ।
কোন প্রতিবাদ নেই, স্লোগান নেই, মিছিল নেই,
নেই এদের জন্য কোন আইন।
নেই নতুন প্রজন্মের সুস্থ কোন ভবিষ্যৎ।
ওরা তোমাদের আর্দশ, ওরা হতে পারে তোমাদের পথপ্রর্দশক।
তোমাদের জন্য রেখে গেলাম, তসলিমা নাসরিন,
পরী মনি কিংবা নারী ব্যবসায়ী পাপীয়া।
রেখে যাচ্ছি, হে তরুন প্রজন্ম
রেখে যাচ্ছি  একবুক ঘৃনা আর অপ্রকাশিত কষ্ট।
রেখে গেলাম, প্রতারক শাহেদ, ডক্টর সাবরিনা ও পাপলুকে।
তোমাদের জন্য রেখে গেলাম টাকলা  মুরাদ, পাগলাটে সেফুদা
কিংবা ভুল চিকিৎসায় মরে যাও বাবা মায়ের অর্তনাথ।