বাবা মনে পড়ে তোমায়,
নিদারুণ এই বাস্তবতায়।
বাবা মনে পড়ে টিফিনে,
স্কুল শেষে  অপূর্ণতায়।


মনে পড়ে পড়ার টেবিলে,
নিরুপায়ে ক্ষোভে প্রচণ্ডতায়।
মনে পড়ে নিদ্রাহীন কত রাতে,
জেগে আছি বাবারই আশায়
বেঁচে আছি বাবার পথচেয়ে,
ইতি তোমার মেয়ে।


মনে পড়ে বাবা অহেতুক আদর পাওয়ার,
মনে পড়ে ঝলমলে আম্মুর মিথ্যা কথার।
মনে পড়ে বাবা নিংড়ানো ভালোবাসার।


একলা ঘরে বাবাহীন কত রাত,
জেগে আছি বাবারই আশায়
বেঁচে আছি বাবার পথচেয়ে,
ইতি তোমার মেয়ে।


- রানা বর্তমান ◾️🔲
নির্মাতা , বাংলাদেশ।◾️🔲