খোলা জানালা, দরজায় খিল।
ধুলো জমা আবেগ, ব্যাথা করে দিল।
মাথার উপরে ফ্যান, আমি টালমাটাল।
আষ্টে পৃষ্টে বাঁধা, আমার চার দেয়াল।
ভেঙ্গে শৃঙ্খল, চোখের জল ফটাফট।
বন্ধিত্বের দেহে, হৃদপৃন্ড করছে ছটপট।
চিন্তা গুলো যাযাবর, দেহটা আজ দূর্বল।
একলা আমার, উড়ছে কষ্টের পাল।
বুকের ঠিক বা পাশটা, চিনচিন করে।
মধ্যরাতে মদ্যপানে, একাই যাবো মরে।
একা হয়ে কাঁদবিরে তুই, আমার দেহটি ধরে।
-রানা বর্তমান