◾️তোমার ছলনার ভূমিকম্পে,
  প্রেমাহত আমি যখন।
◾️প্রচন্ড আঘাতের দাবানলে,
  চৌচির আমার এমন।


◾️তোমার চিন্তায় চুল পেকছে,
  চামড়া হয়েছে ঠিলা।
◾️তোমার কারনে আয়োজন করি,
  কষ্টের বৃহৎ মেলা।


◾️তোমার কারনে বেখেয়ালি,
  যাযাবর এখন।
◾️তোমার জন্য ছন্নছাড়া,
  ভাংচুর আমার মন।


◾️তোমার কারনে কবিতা লিখি,
  লিখি কত গান।
◾️তোমার জন্য প্রতিটা মুহূর্ত,
  কলিজায় লাগে টান।


◾️দুঃখের ভিতর কষ্ট থাকে,
  থাকে ফেলে আসা দিন।
◾️"খোদার কসম''তোমার জন্য,
  আমার মরন হবে একদিন।


◾️🔲
-রানা বর্তমান ( লেখক ও নাট্য নির্মাতা)
নিকেতন, গুলশান, ঢাকা বাংলাদেশ।