পুরানো ভাঙ্গা চশমায়,
তোমাকে আজকাল বেশ ঝাপসা মনে হয়।
চিন্তায় আদিপত্য তোমার,
সময়ের ব্যবচ্ছেদ- ভ্রষ্ট করে চলতে হয়।


অনুভূতির শ্যাওলা আর
শঙ্কিত বিবেক জড়িয়ে তুমিময়।
অতৃপ্ত তোমার স্বাদ,
সেই তুমি আজ অবশ্যই তুমি নও।


বয়স পড়ছে মৃত্যুর মুখোশ,
নিষিদ্ধ কল্পনা ভুস্মিভূত শশানক্রন্দনে।
অক্ষম দেহ- চাপা অভিযোগ,
তবুও তুমি হৃদয়ের স্পদনে।


যৌবন থেকে বর্তমান অব্যাক্ত যন্ত্রণা,
বইছে অন্তর্নিহিত উত্তাপের জ্বালা।
কষ্টঘন উৎসবে রচিত রক্তের বাসর,
তোমার আঘাতে চলছে দু:খের মেলা।


- রানা বর্তমান
সাহিত্যিক ও নির্মাতা।