ইট, বালি কংক্রিটের ধুলো,
লেপ্টে আছে আমার গায়ে।
নোনতা ঘাম আর পিচডালা পথ,
দাপাচ্ছে দুপায়ে।
সে আমার বাবা, আমি এক হতদরিদ্র রিক্সাওয়ালার ছেলে।


শিক্ষিত হয়ে মানুষ ঠকাও,
মানবতায় ফেল।
শব্দ দুষন করা কোন হর্ণ নয়,
এটা মিষ্টি কলিং বেল।
সে আমার বাবা, আমি এক হতদরিদ্র রিক্সাওয়ালার ছেলে।


অপসংস্কৃতির প্রচার করছে,
ওদের প্রাইভেট কার।
রিক্সা আমার সংস্কৃতি,
তিন চাকার ছাউনিটা দেখতে চমৎকার।
সে আমার বাবা, আমি এক হতদরিদ্র রিক্সাওয়ালার ছেলে।


এ সমাজে ডাক্তার যদি সেবক হয়,
আমার বাবা তাহলে কি!
বিদ্যা শিক্ষায় শিক্ষিত হয়ে,
মানবতা ধর্ষন করছো নয়কি!
সে আমার বাবা, আমি এক হতদরিদ্র রিক্সাওয়ালার ছেলে।
-রানা বর্তমান