মুনা : আমি কি তোমার মনে জায়গা করে
নিতে পেরেছি..?
রানা : না।
মুনা : আমাকে কি তুমি পছন্দ করো..?
রানা : মনে হয় না।
মুনা : তুমি কি আমাকে চাও..?
রানা : না।
মুনা : আমি চলে গেলে তুমি কাঁদবে..?
রানা  : না।
মুনা : তুমি কি আমার জন্যে বাঁচবে.?
রানা :না।
মুনা : তুমি কি আমার জন্যে কিছুই করবে
না.?
রানা :না।
মুনা : আমি এবং তোমার লাইফ এই ২ টার
ভিতরে কোনটা কে বেছে নিবে..?
রানা : আমার লাইফ ।
মুনা খুব কষ্ট পেয়ে চলে গেলো,
রানার এই রকম উওর পেয়ে।
রানা তখন চিৎকার করে বলতে শুরু করলো,
মুনা তুমি আমার মনে ডুকতে পারনি, কারন, তুমি আমার মনের ভিতরেই আছো।
আমি তোমাকে পছন্দ করিনা, কারন, আমি তোমাকে ভালোবাসি।
আমি তোমাকে চাই না, কারন, আমার তোমাকে প্রয়োজন সবসময়।
আমি কাঁদবো না তুমি চলে গেলে,কারন, তুমি চলে গেলে আমি মরেই যাবো..।
আমি তোমার জন্যে বাঁচবো না। কারন, আমি তোমার
জন্যে মরতে পারি।
আমি তোমার জন্যে কিছুই করবো না, কারন, তুমি জানো আমি সব কিছুই করি তোমার জন্যে ।
আমি আমার জীবন বেছে নিলাম, কারন, তুমি যে আমার জীবন।
মুনা আমার এমন কথা শুনে দৌড়ে ত্রসে আমাকে শক্ত করে জরিয়ে ধরে কাঁদতে কাঁদতে মুনা বলতে লাগল ।
কেনো এতো প্রচন্ড ভালোবাসো আমায়..?
আমি বল্লাম, জানিনাতো, তবে ভালোবাসি তাই
ভলোবাসি তোমায়.. বলেই সমুদ্রের পথে হাঁটা শুরু করলাম, এখনো হাটছি, তবে পাশের মানুষটি ছাড়া।
◾️🔲
-রানা বর্তমান ( লেখক ও নাট্য নির্মাতা)
নিকেতন, গুলশান, ঢাকা বাংলাদেশ।