◾️ আমি চাই,
কাঠের আগুনে সিদ্ধ হওয়া প্রেমভর্তি হাঁড়ি।
ফুটান্ত ভাতের ন্যায় খাবার যোগ্য সম্পর্ক।


◾️ আমি চাই,
মাটিতে উপচে পড়ুক ছলনার ফেনা।
আছড়ে পড়ুক অবিশ্বাসে ভরা ঘটির জল।


◾️ আমি চাই,
এক চিমটি বিশ্বাস আর ভালোবাসা।
থালা ভর্তি  আদর, গ্লাস ভরা স্নেহ।


◾️ আমি চাই
ভাংচুর হোক আবেগ মাখা কাঁচের জগ।
ধৈর্য্যের তেলে ভাজা জ্যান্ত ত্যাগের ঝোল।


◾️ আমি চাই,
ঝাল যুক্ত আত্মার আত্মীয়র কাঁচা লংকা।
সুগন্ধি মাখা বন্ধনের একটুকরো লেবু।


◾️ আমি চাই, তোমাকে চাই-
তোমার ভিতর বেঁচে থাকার কর্তা।
তুমি আমি যেন অবুঝ বাঁধনের ভর্তা‌।


◾️🔲
-রানা বর্তমান ( লেখক ও নাট্য নির্মাতা)
নিকেতন, গুলশান, ঢাকা বাংলাদেশ।