বিদেশ মানে হাজার বিকেল,
দু:খ কষ্টের ভেলা।
প্রবাস মানে রোজ সকালে,
শ্রমিক শ্রমিক খেলা।


অচিন দেশে কাটছে ভালো,
যাচ্ছে ভালো দিন।
চোখের জলে জমিয়ে রাখা,
আমার অনেক ঋণ।


ভাইবোনের এলোমেলো,
ভুলের অভিধান।
আমার টাকায় সময় মত,
সহজ সমাধান।
জীবনের সব সমস্যায়,
সবকিছুতেই আমি।
শ্রমিক হলেও টাকার মেশিন,
সেটাই আমি শুনি।
কষ্ট আমার হয়না কাল, সুখ কোনদিন।



প্রিয়তম হাতছানি দেয়,
আজও ঘুমের মাঝে।
আমার চাইতে টাকা বড়,
তোদের সবার কাছে।
চিরদিন থাকবোনা আর,
বিদেশিদের সাথে।
প্রিয় বলে ডাকবে বলো,
আমার লাশের পাশে।
দু:খে কষ্টে মৃত আজ, আমার সব দিন।