মেঘের পালে ঢেউ উঠেছে, বৃষ্টির আশায় থাকচ্ছো কি!
বৃষ্টি হলে ভিজবো একসাথে, এটাই তুমি ভাবচ্ছোকি।
আমার হাতটি ধরো! নাহলে আমি হারিয়ে যাবো।


মেঘলা আকাশ, বৃষ্টি হচ্ছে! জায়গাটা বেশ স্যাঁতসেঁতে।
আস্তে ধিরে কালো মেঘগুলো হাড়িয়ে যাবে।
আমার হাতটি ধরো! নাহলে আমি পড়ে যাবো।


আমি যদি তোমার হই, তুমি যদি আমাকে চাও!
তাহলে তুমিও বৃষ্টিকে ভয় পাও।
আমার চোখে মনটা রাখো আর হাতটি ধরো,
ঝাপটে ধরো! নাহলে বৃষ্টির সঙ্গে আমি মিলিয়ে যাবো।


আমি বৃষ্টিকে প্রচন্ড ভালবাসি, তোমার চেয়ে অনেকটা বেশি।
আমার হাতটি ধরো শক্ত করে ধরো,
নাহলে বৃষ্টি আমাকে নিয়ে যাবে।


ভাবছো আর অবাক হচ্ছো, বৃষ্টিকেও কবিরা ভয় পায়!
শোকাহত, দুঃখজনক আমার শহরের চোখজুড়ে যখন বৃষ্টি হয়!
তখন আমি হারিয়ে যাই, পরে যাই কিংবা বৃষ্টির সঙ্গে মিলিয়ে যাই।
কারন বৃষ্টিকে আমি আমার থেকেও বেশী ভালবাসি।
- রানা বর্তমান