তোমার সৃত্মি গুলো,
ঠোঙ্গা ভর্তি করে বেঁধে রেখেছি।
একাকিত্ব বিষন্ন মনে,
নিজের গহীনে যখন ডুব মারি।
যখন ফুটপাতে টোঙ্গের দোকানে,
চা সিগারেট ধংস করি!
তখন নিজের অজান্তেই,
ঠোঙ্গা ভর্তি সৃত্মির ছা গুলো বের হয়ে আসে!


কোন একদিন সৃত্মির ছানাগুলো বড় হয়ে,
নিশ্চিত আমাকে ধংস করবে।
আমাকে নেসায় ডুবিয়ে, নেশাগ্রস্ত করবে।
সৃত্মির ছানাগুলো বড় হয়ে আমাকে হত্যা করবে।
যেমন আমি সিগারেটকে আগুনে পুড়িয়ে ছাই করে ফেলছি‌।


তোমার সঙ্গে ফেলে আসা প্রতিটি মুহূর্ত,
পিস্তলের কার্তুজের মত বুকে বেঁধে।
তোমার হাসিমাখা সেই মায়াবী মুখ,
আমার শরীরের রক্ত চুষে নেয়।
দুঃখ কষ্ট বেদনা সবাই মিলে,
আমাকে লেংটা করে ধর্ষণ করে।


সমস্ত রাত জেগে থাকি,
ক্লান্ত হয়ে কখনো তন্দ্রার মধ্যে ঢুকে যায়।
বিশ্বাস কর হৃদয়ের ক্যানভাসে,
এখনো তোমার পোট্রেট আমি অঙ্কন করি।
বুকের ঠিক বাপাশটা তোমার জন্য ব্যথা করে।
দূরত্ব যতই হোক, তুমি আছো আমার গহীন।



-রানা বর্তমান ( লেখক ও নাট্য নির্মাতা)
নিকেতন, গুলশান, ঢাকা বাংলাদেশ।