আমি ভোরের কুয়াশা কিংবা সোনালী রোদ্দুর!
শিশির ভেজা ঘাস, আমি চির সবুজ হতে চাই।


পথে জন্মে থাকা আমি কলমিলতা কিংবা বনফুল!
ধুলো মাখা শরীর, আমি একটা গ্রাম হতে চাই।


আমি মধ্যদুপুরে রোদ্রে পোড়া, কৃষকের ঘাম।
শাপলা হাতে গ্রাম্য মেয়ের, অবাধ হাসি হতে চাই।


আমি সকালের আযানের ধ্বনি কিংবা মোয়াজ্জেন।
বোকাভোলা গেয়ে চাষা, আমি অশিক্ষিত হতে চাই।
-রানা বর্তমান