কিছু কথা মন ভরে, কিছু পরের তরে
কবির কলম হতে কতো যে লিখা ঝরে।
কিছু কথা খুঁজে সুখ, কিছু দুখের দোর
তন্দ্রা পেড়িয়ে কিছু দেখায় নব ভোর।
অস্তমিত প্রাণে হয় কেউ আশার বাণী
আশারেই ভেঙে কেউ করে কূলখানি!
যুগেযুগে এভাবেই সভ্যতা বেঁচে আছে
দেখি সব হেরে যায় কলমেরই কাছে।


তাই লিখছি হাজার মন ভরে না যার
কিছু কথা বলে যাই তাঁরই তরে ভাই-
মহাজ্ঞানী যারা ছিলো এই ধরণী প'রে
তাঁদেরো কমতি ছিলো প্রকাশের তরে।
একটিতেই যদি শেষ হয়ে যেতো স'বি
এতো গদ্যপদ্য কভু লিখতো কি কবি?
যতোই লিখিনা তবু শেষ হবে না কভু
সৃষ্টি রহস্য সে যে জানেন শুধু প্রভু।।


[১২.১১.২০১৫]