আ ব ছা য়া  (07-06-2017)
রণজিৎ মাইতি


এখন মেতেছি আবছায়ার খেলায়  
ট্রেন ছুটছে দূরন্ত গতিতে
অগণীত মানুষ ভেতরে স্হির
পেছনে সরে সরে যাচ্ছে গাছ মাঠ ঘাট
কিছু আগে দেখা বস্তু এখন দৃষ্টির বাইরে


আকাশের চাঁদটা বা সূর্যটা হারায় না  
নজরে নজরে রাখে পুরো যাত্রাপথ


ঘুমোতে যাওয়ার আগেও জানি
আগামী দেহ পৌঁছে যাবে কোন স্টেশনে
কিন্তু পোষা ময়নাটা কিছুতেই পোষ মানেনা
ওর ঠিকানা আজও অজানা


হয়তো অনেক আগেই পৌঁছেছে গন্তব্যে
বা ট্রেন ঠিকানায় পৌঁছালেও
ময়না এখনও যাত্রারম্ভে সুখনিদ্রায় আচ্ছন্ন