অভাবি শহরের বুকে(01-07-2019)
রণজিৎ মাইতি
-------------
অভাবী শহরের বুকে শুধু হাহাকার
ভাত ও ভালোবাসার
মন ও মনুষ্যত্বের
উষ্ণতা ও উদারতার স্পষ্ট উতরোল শুনি আকাশে বাতাসে


যদিও দিন দিন ভিড় বাড়ে হাড়-হাভাতের
কিছু প্রত্যাশা বুকে কিছু চকমকি
নির্মল আকাশও ঢাকে কালো ধোঁয়াশায়
ক্লান্ত শ্রমিকের ঘামের মূল্যে যারা সুখ কেনে
তারা কখনও কি খোঁজ নেয় পড়শি বস্তির ?
অথবা অভুক্ত ঘুমন্ত ফুটপাতে দুঃখ কতোটা গভীর?
কিভাবে ক্ষয়ে যায় মানব সম্পদ মশার কামড়ে


তবুুুও প্রেমহীন ভালোবাসাহীন শহরের বুকে দিন দিন ভিড় বেড়ে যায়
অভাবী শহরের বুকে বেড়ে যায় ভিড়