আগাছা(15-11-2019)
রণজিৎ মাইতি
--------------------
এই যে প্রশ্রয়ের হাত
বারবার ছুঁয়ে যায় ঘাস মাটি রোদ
তা কি নয় তোমারই চিরচেনা কাঙ্ক্ষিত হাওয়া ?
ঝলমলে রোদ ও দিন কি নয় সমার্থক ?
কখনও কখনও তুমি,আত্মা হরিহর
পাঁচিলে প্রভেদ নেই,পার্থক্য কোবলায়


'মা' কি আলাদা হয়,মাটি ?
যেমন সম্মতি সূচক মাথা 'বাবা' শব্দে আবেগ তাড়িত
সে জল কিংবা বরফ
ঝড় অথবা ঘুর্ণি,
বা চুর্ণী নদীর চুনোপুঁটি


আসলে ভালো খারাপের ধারণাগুলো একান্তই ব্যক্তি কেন্দ্রীয়
যদি সাপকে নাচাতে পারি নখের ডগায়
বাঘকে চষাতে পারি চাষের জমি
সেও হতো প্রিয়পাত্র,প্রীতিভাজনেসু


ছায়া দেয় তাই যাহা ভাবি বনস্পতি
কখনও কখনও সেই গাছই গাছ নয় স্বরূপে আগাছা !