অজর অমর(22-11-21)
রণজিৎ মাইতি
--------------------
নদীর কি মৃত্যু হয়?
পথশ্রমে ক্লান্ত হয়ে সেও কি ঢলে পড়ে প্রকৃতির কোলে?
যারা বলে নদীজন্ম তারা ভুল বলে।


নদী তো মায়ের নাম
নদী তো স্রোতের নাম
চিরন্তন স্রোত যার বুকে তার মৃত্যু কে করবে নিশ্চিত?


মনে হয় কোনো নদী মরেনা সহজে;
যতো তুমি পীড়া দাও,
শাসনের অক্টোপাসে যতো তুমি বাঁধো তাকে
অন্তসলিলা ফল্গু রূপে বেঁচে থাকে মা-নদী একান্ত সবুজে সবুজে।।