আকাশ ভাবনা(25-09-2018)
রণজিৎ মাইতি
--------------------
বিশালতা বোঝাতে তুমি আকাশের প্রসঙ্গ টেনে আনলে  
প্রয়োগ করলে অনন্ত,অসীমের মতো যুতসই শব্দবন্ধ

শঙ্খচিলের মতো তৎক্ষণাৎ মেলে দিলাম ডানা
কতোদূরে যাওয়া যায় ? কতোটা উপরে ?
কল্পনার আকাশে ভেসে অনুভব করি সীমা
তুমি যেটা পরিসীমা বলো আমি বলি দিকচক্রবাল


যদিও আকাশের ভাবনার খুলে যায় এক একটা বন্ধ দরজা
চোখের সামনে ভেসে ওঠে হাজারো আকাশ
সম্পর্কের সুতো ধরে এগিয়ে যাই উষ্ণতার খোঁজে
শেষ বিকেলে বালুকাবেলায় আছড়ে পড়ে ঢেউ
জলধির গভীর তলদেশ,পাহাড়ের ধ্যানমগ্নতা,ফুলের সৌরভ
এ আকাশ কি সে আকাশ নয় !
মনের আকাশে তোলে নাকি ঢেউ ?


সকালে সূর্যপ্রণাম সেরে মা-বাবার সামনে দাঁড়াই
একবার বুকের দিকে পরক্ষণে মুখের দিকে তাকাই
মনে হয় এরচেয়ে বড়ো আকাশ ভূভারতে নেই