আকাশ কি ইচ্ছে মতো গড়ে নিতে পারি(27-04-2020)
রণজিৎ মাইতি
-------------
আকাশ কি ইচ্ছে মতো গড়ে নিতে পারি ?
বাতাসও কি মেখে নিতে পারি মনের মতোন ?


জলীয় বাষ্পের মতো উদ্বায়ী মন,উবে যায় কর্পূরের মতো
তখনও আমাদের রঞ্জকঘর ঠাসা বারুদে বারুদে


তাই বলয় গড়তে পারিনা
নির্মাণও করতে পারিনা মহাকাশ
মহাকালের গর্ভে খাদ্য-খাদক সম্পর্কের ভেতর বেঁচে থাকি।


আকাশ ক্ষুদ্র হলে বলয়ও সংকীর্ণ
হাওয়া মেঘমেদুর হলে বৃষ্টির অনন্ত সম্ভাবনা থেকে যায়
রয়ে যায় নিভৃত মোহরকুঞ্জ পাখপাখালির মধুর গুঞ্জরণে


বিস্মরণে হাততালি দেওয়ার মতো কেউই থকেনা কাছে পিঠে
শোনিতধারা থেকে বেঁচেও ফেরেনা কোনও জাদুকর
মাটিতে পড়ার আগে রক্তবীজ খেয়ে ফেলে নিজেরই রক্ত,
ঘাম নুন বমনউদ্গার !


আমি উদ্গাতা রূপে তবুও ভালোবেসে তা দিই;
হয়তো পৃথিবীতে এরচে বড়ো আকাশ কোথাওই নেই
যেখানে লাব-ডুব ও হাবুডুবু আজও সমান্তরাল,চলে রৈখিক নিয়মে


আমি কালোত্তীর্ণ হতে চেয়ে কালের কাছেই দাবড়ানি খাই
হাওয়া এসে চাঁটি মারে ব্রহ্মতালুতে !