একই অঙ্গে নানা রূপ(17-03-2019)
রণজিৎ মাইতি
--------------------
খণ্ডলীলা আমারও যে ভালো লাগে না তা নয়
এই তো আজ শেষ বিকেলে---
আকাশ থেকে ঝরে পড়া করকার মতো
আমিও খণ্ড খণ্ড হয়ে যাই
তাকিয়ে থাকি পূবের আকাশে
হঠাৎ জেগে উঠা রামধনুর মতো
পর পর সাজানো কি চমৎকার রঙের বিন্যাস
আমিও কি আকাশের ওই বিচিত্র রামধনু ?


রোদসীর আদুরে গলায় বাবা ডাকে কেমন যেনো সবুজ হয়ে যাই
অথচ সেই আমি যখনই গিয়ে দাঁড়াই আপন বাবা-মায়ের কাছে
আমিই হয়ে যাই তাদের সন্তান
শ্রদ্ধায় নত হয়ে আসে মাথা
তখন আমি কি হতে পারি গিন্নির প্রেমিক ?
শামুকের মতো বেরোয় না নীল শুঁড় কাছাকাছি এলে
আমাতে কন্যাতে কোনও থাকে না ফারাক
রঙ এক,গন্ধও অভিন্ন
যেদিন কন্যাও 'মা' হবে
গিন্নিতে কন্যাতে কি কোনও তফাত থাকবে ?


যতোই মৌলিক ভাবি তোমাতে আমাতে
আসলে একই অঙ্গে নানা রূপ দাগ রেখে যায়  
এই হেথা ওই হোথা খণ্ড যাপন
তাই মানুষকেও নির্দিধায় যথার্থ বহুরূপী বলা কি যায় না ?