আলোর দিশারী(26-09-2019)
রণজিৎ মাইতি
-------------
কেন যে এতো তাড়াহুড়ো করি নিজেই জানিনা !
শমন কি সত্যি শিয়রে ?
উত্তর হতে পারে হাঁ কিংবা না-বাচক।
মাত্র অই দুটো সম্ভাবনার ভেতরই আমাদের উড়ুক্কু যাপন


যদিও নঞ্চর্থক মানে এই নয় সেটাই শাশ্বত
বরং দূরতম নির্জন দ্বীপটাই আশ্চর্য অমোঘ
হয়তো পথ আঁকাবাঁকা কিংবা দীর্ঘ ও নাকবরাবর
তাই সময়ও দীর্ঘ মনে হয়


অবশ্য আমরা সন্ধান করি দু-য়ের ভেতর বহু,বহুবিধ স্বর!
ব্যঞ্জনধ্বনির ভেতর চিনে নিতে হয় স্বরধ্বনি
গুল্ম কোনটি আর কোনটা বিরুৎ অথবা রোহিনী
বনস্পতি হওয়ার জন্যে এটুকু সময় তো দিতেই হয়
নেমে আসা বটঝুরি সময়ের হাত ধরে পরিণত হয় স্তম্ভমূলে

হে ঈশ্বর,তুমি সেই স্তম্ভমূল এই দীর্ণ ও জীর্ণ  জগতে
দু-শ বছর ধরে ধীরে ধীরে মেদহীন সুঠাম আয়ুরেখা হয়েছে অমর
হয়েছে মহিরূঢ় আলোর দিশারী !