আমাকে আকাশ দাও (27-03-2019)
রণজিৎ মাইতি
---------------------
ঘন জমাট মেঘ উড়ে যাক আসন্ন কালবৈশাখী ঝড়ে
কেউ কি দেবে হাততালি?
ভাব ও ভাবনা আত্মগত হলে---
সে প্রশ্ন আসেনা
বরং দামিনীর চকিত প্রভায় দেখে নিই প্রিয় উৎসুক মুখ
চারুনেত্রা কাঁদে কি এখনও ?
কতো দিন হাসি হাসি মুখে সামনে আসেনি
তাই শুকনো লবঙ্গফুল রেখেছি বাড়িতে


কাঙ্ক্ষিত অনেক কিছুর মতো মেঘমুক্ত সুনীল আকাশও
কেবল সকাল নয়,গোধূলিও উপহার দিতে পারে বিচিত্র রঙ
কেনা চায় স্নিগ্ধ বসন্ত সন্ধ্যা ?
প্রেমের অমরতীর্থে রেখে যাই সাদা কালো কিছু অভিমান
অভিমানী ইতিহাস স্বযত্নে রক্ষিত এই দীনের হৃদয় কুটিরে


হে সংসার
আমাকে আকাশ দাও,মুক্ত বাতাস
মোহ দাও,মোক্ষ হোক মোক্ষম শস্ত্র
রোদনভরা এই বসন্ত সন্ধ্যায় একান্তে ফোটাই কিংশুক