আমাকে ঘুমাতে দাও
রণজিৎ মাইতি
-------------
প্লিজ,আমি ঘুমিয়ে গেলে আমাকে ডেকো না;
কোলাহল মুখর পৃথিবীতে মানুষের বিশ্রামের সময় বড্ড কমে গেছে।


অবশ্য যদি অরূপের সন্ধান পাও তবে ডেকো;
কিন্তু যেখানে স্রোত নেই,
তা আসলে নদী নয়।
যার জল স্বচ্ছ নীল নয়,
তাহাকে কি নদী বলা যায়!
যেখানে নাব্যতা নেই,
যার জল হিমশীতল নয়,
সে নদীতে কে এসে অবগাহন করবে!


বরং আমাকে ঘুমাতে দাও,
কাকস্নানে তৃপ্ত হওয়ার চেয়ে ক্লান্ত মানুষের লম্বা ঘুম ভীষণ জরুরী।