আমি তোমায় ভালোবাসি (09-01-2019)
রণজিৎ মাইতি
--------------------
স্বতঃই নত হয়ে আসে মাথা,
আবিষ্ট হয়ে যাই;যেমন লোহা চুম্বকে
আমিও মায়ের কাছে
মাটির কাছে
আর---, মায়ের মুখনিঃসৃত অমৃত সুধায়।
'খোকা,সোনা মানিক আমার,সাত রাজার ধন'--- ইত্যাদি ইত্যাদি ।


এমন মধুর বিশেষণে আন্দোলিত হতো -----
দূর্বা ঘাসের মতো কচি কোমল অবোধ হৃদয়।
খিলখিল করে হেসে উঠতাম,  
গলা জড়িয়ে নীরবে এঁকে দিতাম চুমো কপালে কপোলে।
উৎকর্ণ হয়ে বারবার শুনতাম----
এই মাটি,আকাশ,জল ও হাওয়ার মধুুুর সুুুর;
আত্মার আত্মীয়,এই ভাষা ও পবিত্রভূমি ধীরে ধীরে রক্তে মিশে গেছে।
হঠাৎ টলোমলো পায়ে চেঁচিয়ে উঠি 'মা----,মা---।'
তখনই মুখের উপর শিউলি ফুলের মতো ঝরে পড়ে অগণন স্নেহফুল  ;
সেই কোমলতা,পেলবতা মিশে গেছে শিরায় শিরায়,কোষে কোষে।


আজও নত হয়ে আসে মাথা,
যতোটা বিনয়ে,তারচেয়ে ঢের ঢের বেশি গর্বে
অহঙ্কারে ফুলে ওঠে অস্থি-পিঞ্জর,আচ্ছন্ন মনন।
সারা পৃথিবীতে কোথাও শুনেছো  ----
শুধুই ভাষার জন্যে অকাতরে দিয়ে গেছে শত শত আত্ম বলিদান ?
সেই সব শহীদদের চরণকমলে শত সহস্র প্রণাম।
আর কবিগুরুর সুরে সুর মিলিয়ে বলি---
" ও আমার সোনার বাংলা,আমি তোমায় ভালোবাসি।"
-----------
"আলোর মিছিল" মাতৃভাষা সংখ্যায় প্রকাশিত