আমিই আমার মুখপত্র(21-06-18)
রণজিৎ মাইতি
--------------------
আহা ! আজই আমায় ঝেড়ে ফেলো না
এখনও তো মুখরতার ভেতরই আছি


ক্রমাগত ভীড় বেড়েই চলছে
এদিকে নিভে যাচ্ছে একটা একটা করে ক্যান্ডেল
ধুনুচির আগুন পড়ে এলো
কোন দিকে তাকাই বলোতো ?


যতক্ষণ দরজা জানালা বন্ধ
বারো বাই দশের ঘরের ভেতরে গুমরে মরছে শাল নির্যাস
ঝরে পড়ছে দু-এক ফোঁটা জল গাল বেয়ে চিবুকে


না,এখানে আমার কেউ নেই
এই ছোট্ট ঘরে আমিই আমার মুখপত্র,ব্যঙ্গমা-ব্যঙ্গমী ।