আমিও এড়িয়ে যাই (30-08-2019)
রণজিৎ মাইতি
--------------------
মৃত্যু এতো চেনা,এতো অন্ধকার
তাই মৃত্যুর কাছে যাই না কখনও
জানি বৈচিত্র্যহীন সম্পর্ক গড়ায় বিচ্ছেদের দিকে
তাই আমিও এড়িয়ে যাই গতানুগতিক


অথচ বারবার ছুটে যাই সাগরের কাছে
পাহাড়ে জঙ্গলে যাই
কেন যাই ! শিয়ালের হুক্কা শুনতে ?
কেন বারবার মিশে যাই ভিড়ের ভেতর ?


ধাঁধার জবাব দিতে ওই দেখো কোনও এক লোপামুদ্রা আসে
উজ্জ্বল চাঁদনি রাতে শাড়িতে চুমকি করা হৃদয়ে মুচকি
দেখি মিশে যায় নিরবধি আমার ভেতর
আমার ভেতরে সেও ছটফট করে
শ্বাস নেয় প্রাণ ভরে বিশুদ্ধ বাতাস
ঢেউয়ের তালে তালে শোনায় কি সবুজ মিশ্রিত কোনও এক অনুনাদী সুর ?


তবে মৃত্যু এতো চেনা,এতো অন্ধকার
তাই সেখানে যায় না কখনও