অন্তিমের পথে যেতে যেতে (21-04-2017)
রণজিৎ মাইতি


সে অনেক অনেক আগে,তবু
দিন সাল ঠিক মনে আছে। কি!
মনে নেই মধুরাত?জানি বাসরের ফুলও
হয়েছে শুকনো,জজ্ঞালের স্তূপে তার স্হান।
তারপর দীর্ঘ যাপনে,আদরে অনাদরে আবশ্যিক কিছু নিয়ে মানকলি হয়,
হয়নি কি করে বা বলি।
কোন পরিবার আছে এই পৃথিবীতে?
দাম্পত্য কলহ নেই,তবু
টিকে আছে প্রেম,পরিবার।


প্রাত্যহিক কর্মকান্ড শেষে,
নৈর্ব্যক্তিক কিছু কি থাকেনা ?
থাকে বলে কেউ কেউ যাই কালী বাড়ি
স্মৃতি ভরে নিয়ে আসি
প্রসাদীর ফুল বেলপাতা।
বেঁধে রাখি গৃহ কোনে।
পচে গেছে জেনে গেছি
তবু মুখে তুলি প্রসাদী বাতাসা।


এইসব বিশ্বাস ও গভীরতা নিয়ে বাঁচি।
প্রতিটি মানুষ যাই মরনের পথে,
একদিন অন্ধকারে কাছাকাছি নির্বাক বসে
দুজনে দুজনার চিন্তার সাথে গভীর সঙ্গম দেখি।
বলবার মতো কিছু কি রইল বাকি?
জানি বুঝে নেবে, শুধু বলি
আমাদের পথ চলা শেষ হবে অন্তিমের সাথে।