অনুকাব্য 12
রণজিৎ মাইতি
-------------
হাত আকাশের দিকে,সেদিকেই স্থির আছে চোখ।
নিচে যতো মাতামাতি আর ছাইচাপা আগুনের খোঁজ।
উড়ান সম্পূর্ণ হলে তবু চলে নিষিদ্ধ প্রণয় ।
মাছ ঠোঁটে মাছরাঙা অতিক্রম করে যায় নিশ্ছিদ্র বলয়।