অনুকাব্য 33
রণজিৎ মাইতি
-------------
স্বর্গরাজ্য নেমে এলো মর্ত্যের বুকে
এখানে ছিঃ অথবা ধিক্কার শব্দ নেই অভিধানে  

নরকও তো স্বর্গের এক বিশেষ  অংশ

দেহ যেমন রোগের আতুড়
তেমন এই স্বর্গরাজ্য রূপসীবাংলা

আমি রাজা,ধৃতরাষ্ট্রের নব সংস্করণ