আসল লক্ষ্মী
রণজিৎ মাইতি
11 : 04 : 2017


বউ শুয়ে বেডরুমে,জ্বরে পোড়ে।
আমি পুড়ি অনভ্যাসে,ময়দা ও জল
ভালোবাসা দিয়ে মাখি,ওটাই ময়াম।


রুটি ফুলবে কি ফুলবে না জানা নেই।
তবু চেষ্টার শেষ নেই,পেটে খিদে।
পথ্য তো দিতে হবে,গৃহ লক্ষ্মী মানি।


কুল লক্ষ্মী জানি যারে,পরম্পরাক্রমে।
ঠাকুর ঘরে সিংহাসনে বসে,ধাতুর বিগ্রহ।
প্রতিদিন সেবা করি,নকুলদানা জল।


শুনিনি কখনো,তার পেট ফেঁপে গেছে।
অলৌকিক শক্তি আছে,তাই সেবা করি।
বলিনা কখনো মুখে,বস্তুনিষ্ঠ কমনার কথা।


পুরুষ তোমায় বলি,যাকে এনেছ হাতে ধরে--
সে আসল গৃহ লক্ষ্মী,রোজ অন্ন দেয়।
তাই অহমিকা ছেড়ে,সেবা কর জীবন্ত বিগ্রহে।