আষাঢ়ে গল্প শোনাই (17-05-2019)
রণজিৎ মাইতি
--------------------
আসলে ওটাই তো বর্ণময় শরীরের আকর্ষক ছায়া
যা এক ছায়া থেকে আর এক ছায়ায় সরে যায়
যদিও নাছোড় চোখ প্রেম ভেবে হারাতে চায়না
বরং আমাদের চেনা স্বরলিপি আজও হাত মৌলিক ভেবে আঙুল কাতর !


অবশ্য গমনোদ্যোত চোখে শ্রাবণের ধারা
কপোল গড়িয়ে চিবুক,চিবুক ছাড়িয়ে নামে বুকে
বুকটা ফল্গু নদী,অন্তঃসলিলা
উফঃ ! ওটাই তো প্রকৃত মোহনা
তবুও বিস্তীর্ণ বারিধী ভেবে আমরাই জলবাদ্য করি


এতো গভীরতা বাঁকে,আনাচকানাচে
সেটাই ভাবায়,থই ও অথই
যদিও থই থই নেচে ওঠে জল,
ছলাৎ ছলাৎ শব্দে ভাঙে দরিয়ার কূল
'মায়া' শব্দের অর্থও অনর্থ,'ভ্রম'
ভাঙা-গড়া ভ্রমাত্মক,ভ্রাম্যমান জীবনের স্রোতে


এদিকে আগুন চিনি না বলে
আমি বেরসিক,আজও আষাঢ়ে গল্প শোনাই