অ স্তি ত্ব   অ ন স্তি ত্ব  (06-06-2017)
রণজিৎ মাইতি


ভাবনাগুলো কেমন সরে সরে যাচ্ছে
সমস্ত মন জুড়ে এই আছে এই নেই বোধ
এখন অস্তিত্ব অনস্তিত্বের সামনে গভীর প্রশ্নচিহ্ন
কিছু আলো চেনাচ্ছে মৌলিক যৌগিকভেদ


মৃত্যু এতটাই মৌলিক
যেখানে অস্তিত্ব স্হির নিশ্চিত
জন্ম এতটাই মৌলিক
যেখানে অনস্তিত্ব তার পরিণাম


তবু অজস্র ছায়ানীড় নির্মাণ করি
যেগুলো সবই যৌগিক সমাপতন


মাঝেমাঝে এসব দেখে খুবই বিচলিত হই
বুঝি শাখা প্রশাখায় অবস্হান কতটা আপেক্ষিক  
তখনও ভেতরের পেঁচাটা গভীর আত্মগত
একটুও ঠিকানা  বিভ্রান্ত নয়
আজও খুঁজে চলে মেঠো ইঁদুর