অথই সাগর (09-09-2018)
রণজিৎ মাইতি  
--------------------
সাগর নিয়ে ভাবতে একদমই ভালো লাগে না
হয়তো না ভাবাটাই আরও বেশি বেশি ভাবা
জল ও মানুষ,মানুষ ও জল একাকার


হে ঈশ্বর আমাকে জল করে দাও,তরল তরল
আমার আর কোনও মান নেই,অবয়বহীন
প্রতিমা নিরঞ্জনের মতো-----
আত্মগরিমা ভাসিয়ে  দিই গঙ্গার জলে
তারপর ফিরে আসি বিজয়ার মন খারাপ নিয়ে
বরফ শীতল দেই,মন


মানব শব্দের অর্থ কি অথই সাগর ?
থই কোথা ? থই বিনা,থই খুঁজে চলা !