বহুগামী
রণজিৎ মাইতি
--------------------
আমি যেমন পলাশ ভালোবাসি,
তেমনি ভালোবাসি কৃষ্ণচুড়া;
এই যে আমি বারবার পাহাড় ও সমুদ্রের কাছে যাই
তাহা কি সাগর ও পাহাড়ের প্রতি যুগ্ম ভালোবাসা নয়?

হে একফুলে আসক্ত প্রেমিকপ্রবর
ভুলে যেও না,ভালোবাসাও নদীর মতো শতধা বিভক্ত

চাঁদের স্নিগ্ধতা আমাকে মুগ্ধ করে;
তবুও রাতের আকাশে খোঁজ করি ধ্রুবতারা।