বাস্তব ও অবাস্তবের মাঝে (22-10-2017)
রণজিৎ মাইতি
--------------------
মুখে যতই বাস্তবের কথা বলি,
চোখ স্থির হাতের রেখায় ।
দেখি রঙিন চোখে রঙিন হাত
রঙে রঙে সব একাকার ।


হাত বদলের সাদা পাতা মুঠোবন্দি করি,
হাঁ বা না বাচক কিছুতো হবে।
জবাব অনুকূলে ভেবে--ভিড়ে যাই বলাকার ভিড়ে,
এমন কাতরে কাতরে বক ওড়ে কলেজের মাঠে।


হাতে কালো রেখা আছে,কলজেতে আলো
সমুচ্চ চিৎকারে বলে বেঁচে থাকা ভালো ।