বাস্তবতা ও পরাবাস্তবতা(30-10-2018)
রণজিৎ মাইতি
--------------------
তুমি নাছোড়,
শুনিয়ে গেলে একটানা জাদু দণ্ডের গল্প
হয়তো এভাবেই গল্পের গরু চড়ে গাছে
অবশ্য মানা না মানা সম্পূর্ণ আপনার হাতে


একদিকে বাস্তব,অন্যদিকে পরাবাস্তব
এই যে গগনচুম্বী সুদৃশ্য অট্টালিকা আসলে দাঁড়িয়ে আছে বাস্তবের ভিতে
না,মানতে পারিনি এই জাদুদণ্ডের খেলা,পরাবাস্তবতা।
ঘড়ির কাঁটা কখনও কি ঘোরে নির্দিষ্ট নিয়মের বাইরে ?
প্রতিটি দোলনকাল মেনে চলে সময় সারণি


বাগানের প্রস্ফুটিত গোলাপটিও জানে
মালীর শ্রম ও ঘামের মূল্য কতোটা  
সৌন্দর্যের প্রতিটি পরত,সুরভিত অনু পরমাণু শেকড়ের ফসল


ভাতের থালায় কি ইতিহাস বিকৃতি আছে ?
আসলে যুক্তি ও নিয়ম ছাড়া পাথরের মতো এক ইঞ্চিও নড়ে না মানুষ