বায়বীয় প্রশ্ন (17-08-2019)
রণজিৎ মাইতি
-------------
এই জিজ্ঞাসা চলতেই থাকে
তবুও জানা হয় না কেমন আছে কাছের বাড়ির সমিরদা
অথবা পড়শি বাড়ির অজয়দা
হয়তো সহবত শব্দটি 'মন্দ' শোনায় আজও অভ্যস্ত হয়নি
অথবা হাজারো প্রশ্নের তীর থেকে এড়িয়ে যাওয়ার গভীর চাতুরি
যেদিন রতনদা গলায় দড়ি দেয় সেদিনও সকালে দেখেছি হাসি ঠোঁটের কোণায়    


আসলে 'ভালো আছি' শব্দটি এতোটাই নিরাপদ
যা উভয়কেই ঠেলে দেয় স্বস্তির দিকে
'ভালো' শব্দটি যে ভালো নেই,থাকা যায় না বর্তমান সময়ে
জেনেও বারবার ছুঁড়ে দিই একই প্রশ্ন
যা আজও কিছুটা বায়বীয়,বাকিটা সামাজিক