বেদনা যতোই গভীর হোক(14-10-2018)
রণজিৎ মাইতি
--------------------
বেদনা যতোই গভীর হোক
তবু হাসতেই হয়
কঠিন কিছুই নয়,সবই অভ্যাস
সার্কাসের মাঠে যেমন সরু তারের উপর হাঁটে কিশোরী মেয়েটি
মৃত্যুকে তুচ্ছ জ্ঞানে মাতে মারণ খেলায় হাসি হাসি মুখে
সেভাবেই-----


মৃত্যু কি ভয়ের কথা বলে ?
তার চেয়ে ঢের বেশি ভয় অনাহারে থাকা
তাই,খাদের কিনারে দাঁড়িয়ে হাত নেড়ে বলতেই হয়
ঠিক আছি,নিরাপদে আছি
ক্ষুধা আছে,ভয়ে আছি ! হে সমাজ,অন্ন দাও,অন্ন দাও তুমি


চারপাশে যারা আছে
তারাও দেখতে চায় এই হাসি মুখ
অথচ কেউ কি কখনও শুনিয়ে গেছে অভয়বাণী ?
কান্না পায়,ঠেলে বেরিয়ে আসে,শেষে চেপে যাই


তুমি ভাবো স্বতঃস্ফূর্ত,আমি জানি ওটা অভিযোজন
একমাত্র জানে ঋদ্ধিমান,সে আমার আত্মার আত্মীয়।বোঝে---
ঋজুরেখ পথে কান্নাও জীবনের আরেক সম্পদ
তবু আমি হাসি,আজও হাসি,কান্নাতেও হাসি