বীজ বুনি পতিত জমিতে  (18-06-2017)
রণজিৎ মাইতি


ছড়িয়ে দিয়েছি বীজ পতিত জমিতে
শুধু এই আশা চাষ করি বুকে
আবাদী বাংলার বুক নয়কো বখিল
আজও স্বপ্নে জেগে আছে উর্বর মাঠ
দেখি ফসলের ঢেউ গঙ্গারও জলে


এখনও ক্ষুধা আছে বাংলার পেটে
তাই ছড়িয়ে দিয়েছি ধান


রাজনীতির মাঠ দেখি এখন বন্ধ্যা
ডাঁয়ে বাঁয়ে সরোজের ভাষা
কুরুচিতে ভরা আর কাদা ছোঁড়াছুঁড়ি


মানুষ কোথায় যাবে !
অতীতের কথা ভুলতে পারেনা


তাই অনেক আশা নিয়ে
আজও মাঠে মাঠে করছে রোপন