ভালোবাসা ও আয়ুরেখা
রণজিৎ মাইতি
---------------------
কতোদিন ভালোবাসা থাকে?
কতোদিন মানুষের আয়ু?
দেখেছি দিন শেষে অস্তে যায় প্রভাকর
রাতের সমস্ত নক্ষত্রও দিনের আলোয় যায় অন্তরালে
ভালোবাসা শাশ্বত ভেবে যদি তাকে অমরত্ব দাও
সে তোমার আত্মার ভ্রম
দেখেছি স্বার্থের সংঘাতে অকালে শুকায় তটিনী
পাহাড়ি ঝর্ণাও হারায় তার গতিপথ
মানুষ তো চপলমতি,
আজ যাহা সুন্দর ভেবে বুকে জড়িয়ে ধরেছো
আগামী আর এক সুন্দরের সংবেদন তাকে টেনে ধরে চুম্বকের মতো
যদি যতোদিন ভালোবাসা থাকে,ততোদিন মানবের আয়ু
তবে জেনো,--
মানুষের আয়ু বড়ো কম,
ভালোবাসা আয়ুরেখার যম।