ভনিতা(15-09-2019)
রণজিৎ মাইতি
-------------
আমি এখনও অন্ধ হইনি অথবা হইনি বধির
তবে ভান করি
যেভাবে হাজারো হাজারো মানুষ প্রতিদিন প্রতিটি মুহূর্তে


দেখেও দেখে না যারা
কিংবা শুনেও শোনেনা কানে
সমাজে তারাই এখন সবচেয়ে সফল  
নির্ঝঞ্ঝাট ও সুখে বাঁচার মোহই কি মানুষকে এইভাবে করছে নিঃস্পৃহ ?

অথচ তাদেরও চোখ আছে কান আছে সক্রিয় প্রতিটি ইন্দ্রিয়
তারাও জন্ম দেয় সুস্থ সবল শিশু প্রতি ঘরে ঘরে
কুঁড়ির কি স্বপ্ন নেই !
গোলাপেরও দাবি থাকে প্রত্যাশিত ভোর
রুটির আকাঙ্ক্ষা


তবুও চোখ কান বন্ধ রেখে
গল্পের খরগোশের মতো উফঃ আমরাও খুব সুখে আছি !
শ্মশানের শান্তি নিয়ে বেশ ভালো আছি
এখন তুমি যদি ক্লাউন বলো আমি কি হাসবো ?