ভয়কে সংযত করি(29-03-2019)
রণজিৎ মাইতি
--------------------
ভয়কে সংযত করি  
দিই সংযমের নিখুঁত শিক্ষা
হাঁ,একবার বাঁধ ভাঙলেই---
হু হু করে নেমে পড়বে আমজনতা রাস্তায়
বন্যার জলের মতো গ্রাম ও শহর;জনপদ একাকার।

এখন সবকিছু পরিষ্কার
সাদা বলবো না,বরং স্ফটিক স্বচ্ছ
আসলে সাদাও এক বিশেষ রঙ


অবশ্য এখানে নেই সাদা কালোর চিরকালীন দ্বন্দ্ব
তাই উচ্চারণ করি প্রকৃত সত্য,জড়তা বিহীন।
উচ্চনাদে মুখরিত আকাশ বাতাস;কাঁসাই খোয়াই
মাতলাও তরঙ্গহীন স্বভাব বিরুদ্ধ


প্লিজ,হাঁড়িকাঠের জুজু দেখাবেন না
হিমঘরও চূড়ান্ত নির্লিপ্ত  
বরং নৈশ হিমে নিজে কাঁপে ঠক ঠক ঠক
যেমন তাস হতের বাইরে গেলে নিয়ন্ত্রণহীন  


এখন যা সত্য মন খুলে বলুন,চোখে চোখ রেখে বলুন
'রাজা বাইরে যতোটা প্রত্যয়ী,ভেতরে ঠিক ততোটাই ফতুর!'