ভিজি স্বপ্নঘোরে(19-06-2018)
রণজিৎ মাইতি
--------------------
এখন অন্তকরণ চাইছে এক পশলা বৃষ্টি
গেয়ে উঠছি,("আল্লা মেঘ দে,পানি দে,ছায়া দে রে") শৈশবে শোনা গান
যদিও এ ছায়া চির সহচর
অবিশ্বাসী চোখে আকাশে বিচরণ করতে করতে---
ইচ্ছেঘুড়ি মেপে নেয় আদ্রতা


বাস্তবের হাতে এখনও ধরা আছে লাটাই,
জানে ভোকাট্ট খেলায় ইতিহাস  
লখলাইন আজ আমার কেটেছে,আগামী অন্য কারও
তবুও সুশীতল ছায়ানীড়ে ভিজি স্বপ্নঘোরে
মুখে যতই বলি এসব অলীক,দিবাস্বপ্ন  
আসলে জীবনের অনেকটা অংশ জুড়েই বর্ণময় ভেলভেট টাচ্