ভূগোল
রণজিৎ মাইতি
--------------------
মা প্রায়ই অন্ধ বলে গালি দিতেন আমার উদার ও সৎ বাবাকে;
সম্ভবত জানতেন না
ন্যবা চোখের রোগ নয়,লিভারের।


আমি লিভারপুলের প্লেয়ার হিসেবে জানি ফুটবল ও পৃথিবীর গোলের সুক্ষ্ম তফাৎ।
তাই আমার ভালোবাসার ভূগোল জুড়ে বিচ্ছুরিত হয় সূর্যালোক;
চুইয়ে আসা আলোর পথ ধরে আবিষ্কার করি না-ভালোবাসার তালিকাও।


এইভাবে একসময় অন্ধকারও হয়ে ওঠে @ প্রেমিক;
আর আমি মানুষটিও হয়ে উঠি যথার্থ প্রেমিকপ্রবর।


দুটিই তো মাত্র পথ প্রেম চেনার;
তবুও আমার বাবা বারবার ঠকতেন,
মাছের চোখের দিকে তাকালেও
বাজারের ব্যাগ ভরে উঠতো পচা মাছে!!


(05-12-21)