ভূমিকা থেকে উপসংহার(01-08-2019)
রণজিৎ মাইতি
--------------------
বাসনার সুন্দর মেখে জলে আজ নেমেছে মাস্তুল
স্বাগত জানাতে গিয়ে জলও তরঙ্গউতল
আকাশ বাতাস আর জোৎস্নাআলোক
মোহময় রাত থেকে চেয়ে নেয় কিছু বিচ্ছুরণ


পাটাতন কি থাকতে পারে নির্লিপ্ত এমন সময় ?
আকাঙ্ক্ষার পারদ বড়োই চঞ্চল
চপলা লক্ষ্মীর মতো দুরু দুরু বুক
উড়ুউড়ু মনে জমে প্রত্যাশার ধুপ
ব্যথা যার মূল উপাদান


যদিও ভুমিকায় উঠে আসে প্রসঙ্গ দাঁড় ও পালের
যেমন প্রতিটি মৌলিক স্বত্বা রেখে যায় কিছু দাগ স্পষ্ট অস্পষ্ট
সেভাবেই এরাও উপসংহারে লিখে রাখে আকাশকুসুম