বিবর্ণতা(16-08-2018)
রণজিৎ মাইতি
--------------------
এই সেই জীর্ণ দেওয়াল
ছেঁড়া পোস্টার আর ঘুঁটের ছোপ আজও অমলিন
যদিও রঙ ফ্যাকাসে হতে হতে এখন অস্পষ্ট
তাই পুনরায় পড়ে নিই দেওয়াল লিখন


স্মৃতির পাতায় বন্দি হ য ব র ল
ভেসে আসে সুরের মুর্চ্ছনা
পল্লীগীতি,বাউল আর কবিগান
সুমধুর সুরের জাদুতে আহা আহা করি
মরমিয়া সুরে দুঃখ লুকিয়ে রয়েছে,অসহ কষ্টও  
কতোটা প্রশান্তি আছে জানা আছে কারও?


হে লালন,তুমিও কি জানো ?
মুখে মায়ের দয়া,কালো কালো দাগ
কোনও দিন মুছে যাবে কিনা,জানো ?


যতোই ফকির বলি,তবুও---
বিবর্ণ দেওয়াল আজও রূপ,রস ও রঙের কাঙাল