বীজকোষ কুরে খায়  (25-04-2019)
রণজিৎ মাইতি
--------------------
পূর্ণতা কোথায় আছে ? প্রেমে না অপ্রেমে  ?
প্রশ্নের বীজকোষ কুরে খায় মধুলোভা কীট

যেভাবে শিমুল বীজ ছড়ায় মাটিতে অথবা কমল
বীজ ও মাটি জানে গর্ভ কতোটা উর্বর
পলির গভীরে কি আছে কোনও চিন্তাশীল মন?
জরায়ু রক্তাক্ত হলে কাক্ষিক মুকুলও ব্যথা পায়


নিরীক্ষণ করি দূর থেকে,বুঝতে পারিনা---
কতোটা গভীর ব্যথা,তীব্রতা কতো !
ভ্রাম্যমান পৃথিবীর এই ঘুর্ণন,তার ব্যথা ও ব্যর্থতা !
মৌলিক প্রসঙ্গ থেকে প্রসঙ্গান্তরে চলে যাই
যদিও চলমান ইতিহাস মাথাচাড়া দেয় ।
অমরাবতী অথবা নন্দনকানন তুমি কি দেখেছো ?
পৃথিবী প্রেমের তীর্থ,অজ্ঞাতেই ডালপালা মেলে সবুজ বনানী  
মানব-মানবী ছড়িয়ে ছিটিয়ে বসে পুণ্যতোয়া গঙ্গার পাড়ে
শিকড় ছড়ায় মাটির গভীরে গভীরে ।
স্ফীতকন্দ শাঁখালু খুবই রসালো,আর মূলো?
অনুভবী মন জানে অভিজ্ঞতার কষ্টিপাথরে তার বেঁচেবর্তে থাকা


যদিও সমাধা হয়না বাঁচার উদ্দেশ্য বিধেয়
প্রেমের জন্যে নাকি খাওয়ার জন্যে !
কেন সম্পদের জন্যে এই ঘোড়াদৌড় ?
এই যে উর্ণাতন্তু,কেউ বলে মায়া
মায়াবী আলোর রেখায় পথ ঝলমলে
ভেতরে ফোস্কা ফেটে দগদগে ঘা
আসলে সে শুধু পোড়াতে জানে,যে দহনে সুখ!