বি নি দ্র  রা তে  ( 01-06-2017)
রণজিত মাইতি


ঘুমহীন রাতে যন্ত্রণায় বিদ্ধ হয় মেঘ
মাঝে মাঝে মনে হয়
মেঘ নয় পাখি
পাখি নয় মেঘ
যাইহোক বিদ্ধতো হয় কেউ শরে


সে শর কোথায় থাকে
কোন তূণে জানা আছে কারো !


মনে হয় অবয়বহীন দেহ
ছায়ার শরীর নিয়ে
অহরহ তীরবিদ্ধ করে
মেঘ নয় পাখি
পাখি নয় মেঘে


খুবই আবছা লাগে কাতারের ভিড়ে
ফুল ও মক্ষিকা দুটোই অস্পষ্ট হলে
বলো মধু কোথা পাই !


তাই বিনিদ্র রাত জেগে থাকা