বিপথগামী(04-03-2018)
রণজিৎ মাইতি
- ------------------
দু-একটা বেহিসাবি মানুষ আছেন বলেই আজও দেখি বাগানে ফুলের বাহার।
দু-একটা ছন্নছাড়া মানুষ আছেন বলেই আজও সাদা পাতা থেকে সুবাস ছড়ায়।
রূপকথার জগৎ থেকে বাস্তবের মাটিতে পা রাখে শিশু,
রঙ তুলি দিয়ে আঁকে ঘর,নিকানো উঠোন,গাছের পাতাগুলো সবুজে সবুজ।
পূবের আকাশে অরুনরাগে আঁকে বিশুদ্ধ সকাল।
লাভ ক্ষতির উর্দ্ধে কিছুটা সময় রাখে জীবনের আনাচে কানাচে।


ঘাস মাটি জল,
ফুল ফল বীজ,
সুর স্বর ভাষা থেকে---
সুর খুঁজে নেয় আর রঙ।
যেমন দধি মন্থন করে মাঠা তুলে নেয় গোপনারী।