বিস্ময়(29-06-2019)
রণজিৎ মাইতি
--------------------
আজও শস্যের খেতে বিষন্ন চাঁদ জেগে আছে
চোখে একরাশ চুম্বকীয় ঘুম ঢুলুঢুলু
তবু পারে না ঘুমাতে


এতো ব্যথা জমে আছে রুক্ষ মাটিতে
যন্ত্রণার অব্যক্ত পাহাড়ে সার সার পাইন
কুয়াশায় ঢাকা পড়ে গেছে তার অরণ্য কঙ্কাল


অথচ প্রতিটি ঋতুতে এক একটি ধ্রুবতারা মিশেছে মাটিতে
জাগিয়েছে আশা,পড়শি দিঘির জলে কেঁপেছে কমল
মায়া হরিণীর পিছু ছুটেছে ক্ষেত্রজ
যদিও জনান্তিকে এক আকাশ উতরোলে মাটিও বিস্মিত